Friday, May 23, 2025

মাইকেল জ্যাকসনের রেকর্ড ভেঙে দিলেন লামার

Share

আমেরিকার বৃহত্তম ক্রীড়া উৎসব ‘সুপার বল’। এ আয়োজন শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। এই উদ্বোধনী আসরে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হন হিপহপ তারকা কেনড্রিক লামার। যিনি কিছুদিন আগেই একসঙ্গে পাঁচটি গ্র্যামি জিতে বাজিমাত করেছেন।

সুপার বলের ‘হাফ টাইম শোতে পারফর্ম করা যেকোনো শিল্পীর জন্য আরাধ্যের বিষয়। এখানে পারফর্ম করেছেন বিখ্যাত সব তারকা। এবার সেই সুযোগ পেয়ে নিজেকে উপস্থাপন করলেন লামার। যদিও তার পরিবেশনা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।

অনেকেই বলছেন, মন ভরাতে পারেননি এই র‌্যাপার। তবে বিস্ময়কর ব্যাপার হলো, সমালোচিত পরিবেশনা দিয়েই রেকর্ড গড়েছেন লামার। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ ও অ্যাপল মিউজিকের পক্ষ থেকে তথ্যটি জানানো হয়েছে। 

লিখিত বার্তায় বলা হয়েছে, ‘আমরা আবারও রেকর্ড ভেঙে দিয়েছি। ১৩ কোটি ৩৫ লাখ ভিউয়ার্স নিয়ে অ্যাপল মিউজিকের সর্বাধিক ভিউ হওয়া হাফটাইম শো এটি।’

এর আগে, রেকর্ডটি ছিল পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের দখলে। ১৯৯৩ সালে সুপার বল হাফটাইম শোতে ঐতিহাসিক পরিবেশনা উপহার দিয়েছিলেন ‘বিট ইট’ তারকা। সেটির দর্শক ছিল ১৩ কোটি ৩৪ লাখ। এর মধ্য দিয়ে জ্যাকসনের তিন দশকের রেকর্ড ভেঙে দিলেন লামার।

শুধু তা-ই নয়, গত বছরের তুলনায় এবার ৩ শতাংশ বেশি দর্শক দেখেছে শোটি। লামারের সঙ্গে হাফটাইম শোতে আরো ছিলেন স্যামুয়েল এল জ্যাকসন, এসজেএ, সেরেনা উইলিয়ামস ও মাস্টার্ড প্রমুখ।

Read more

Local News