Friday, May 23, 2025

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

Share

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৭ জনকে। এ ছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নৌকাডুবির তথ্য প্রথম জানায়। এতে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটিতে ৬৩ জন পাকিস্তানি ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন নিখোঁজ।

জীবিত উদ্ধার করা ৩৭ জনের মধ্যে ১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৩৩ জনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিপোলিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের একটি দল উপকূলীয় শহর আল-ঝাওয়াইয়া সফরে গেছেন। সফরকালে তাঁরা স্থানীয় সরকারি কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Read more

Local News