Friday, May 23, 2025

বায়ার্নের আনন্দের রাতে এসি মিলানের হারের বেদনা

Share

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের প্রথম লেগে বুধবার রাতে চোখ ছিল সাবেক দুই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের ওপর। শেষ ষোলোতে যাওয়ার প্রথম ধাপে লড়াইয়ে বায়ার্ন জিতলেও হেরে গেছে এসি মিলান। সেল্টিকের বিপক্ষে বায়ার্ন জিতেছে ২- ১ গোলে। আর ফেইনুর্ডের মাঠে মিলানের হার ১-০ গোলে। অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে জিতেছে বেনফিকা। আর রাতের প্রথম ম্যাচে আতলান্তাকে হারিয়ে দিয়েছে ক্লাব ব্রুগা।

Read more

Local News