Friday, May 23, 2025

ইরানে যুক্তরাজ্যের ২ নাগরিক নিরাপত্তা হেফাজতে

Share

যুক্তরাজ্যের নাগরিক এক নারী ও এক পুরুষকে ইরানের দক্ষিণ–পূর্বের শহর কেরমানে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে। আইআরএনএ নিরাপত্তা হেফাজতে নেওয়া দুই ব্রিটিশ নাগরিকের ছবিও প্রকাশ করেছে। অস্পষ্ট ওই ছবিতে তাঁদের যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। তাঁদের পরিচয় জানা যায়নি। কবে তাঁদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাজ্যের কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড গত কয়েক বছরে বেশ কয়েকজন দ্বৈত নাগরিক ও বিদেশিকে গ্রেপ্তার করেছে। বেশির ভাগকেই গুপ্তচরবৃত্তির অভিযোগে ও নিরাপত্তার কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান অন্য দেশ থেকে সুবিধা আদায় করতে নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি অথবা দ্বৈত নাগরিকদের গ্রেপ্তার করে। যাঁদের গ্রেপ্তার করা হয় তাঁদের হয়তো কোনো দোষই থাকে না।

তেহরান রাজনৈতিক কারণে লোকজনকে গ্রেপ্তার করার অভিযোগ অস্বীকার করেছে।

Read more

Local News